Click Here For News Updates And Educational things 👇👇www.learnnowbd.blogspot.com

Breaking News

Ads

Tuesday, July 31, 2018

রডোডেনড্রন তো দেখেছেন, এবার নীলকুরুঞ্জির ব্লুমিং দেখুন! Let's Go...

এই সময় ডিজিটাল ডেস্ক: এ এক বিরল দৃশ্য। এক যুগের ব্যবধানে এমন শোভা দেখার সুযোগ হয় মুন্নারবাসীদের। আর এর টানেই এখানে ভিড় জমান দেশ-বিদেশের হাজার পর্যটক। মুন্নারের এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ভরে উঠেছে নীলকুরুঞ্জি ফুলে। ঈশ্বরের নিজের দেশ ভরে উঠেছে বেগুনি এই ফুলের রঙের ছটায়। চোখে না দেখলে মনে হবে কোনও শিল্পীর তুলির ছোঁয়ায় রং ফুটেছে ক্যানভাসে। এখন বন্ধ থাকলেও আর কিছুদিনের মধ্যেই ন্যাশনাল পার্কের দরজা খুলে দেওয়া হবে পর্যটকদের জন্যে। মুন্নার বেড়াতে যাওয়ার জন্যে আদর্শ সময় অগস্ট মাস। অক্টোবর পর্যন্ত থাকে এই ফুলের মরশুম। শেষ বার এখানে এই ফুল ফুটেছিল ২০০৬ সালে। পাহাড়ের উপর ৩ হাজার হেক্টর জায়গা জুড়ে জুলাইয়ের শেষ মাস থেকে ফোটে এই রঙিন নীলকুরুঞ্জি ফুল। 65208373 65208382 ৩০-৬০ সেন্টিমিটার লম্বা এই ফুলের গাছে একবারই মাত্র ফুল ধরে। ১২ বছর লাগে বীজ থেকে ফুল হতে। এই ফুলের ৪৫০ রকম প্রজাতি রয়েছে। তার মধ্যে ১৪৬ রকম দেখতে পাওয়া যায় ভারতে এবং কেরালাতেই দেখা যায় প্রায় ৪৩ রকমের নীলকুরুঞ্জি ফুল।ছবি দেখেই মন পাড়ি দিয়েছে মুন্নারের উদ্দেশে? তাহলে আর দেরি কেন? ঝটতি সফর সেরে ফেলুন... নাহলে কিন্তু আবার এক যুগের অপেক্ষা। বিস্তারিত জানতে দেখে নিতে পারেন দুটি ওয়েবসাইট www.munnarwildlife.com অথবা www.eravikulamnationalpark.com। ন্যাশনাল পার্কে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্যে ১২০ টাকা এবং বাচ্চাদের জন্যে ৯০ টাকা। পার্কের ভিতরে ছবি তুলতে হলে বাড়তি ৪০ টাকা লাগবে। বিদেশি পর্যটকদের জন্যে প্রবেশ মূল্য ৪০০ টাকা। ২০১৭ সালের অক্টোবর মাসে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন জানিয়েছিলেন নীলকুরুঞ্জির ব্লুমিং মরশুমে ৮ লাখ পর্যটক আসার সম্ভাবনা রয়েছে।

from Eisamay https://ift.tt/2LCEZfm

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.