Breaking News

Friday, July 15, 2022

ট্রেনের ভাড়ায় বিমানে সফর! 999 টাকার ধামাকা অফার flybig-এর

Cheap Flight Tickets: গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার এনে চমকে দিল Flybig। মাত্র 999 টাকায় প্লেনে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে এই এয়ারলাইন সংস্থাটি। বর্ষাকালের অফার হিসেবে একটি বিশেষ ফেস্টিভ অফার নিয়ে হাজির হয়েছে এই দেশীয় উড়ান সংস্থা। যার আওতায় মাত্র 999 টাকায় বিমানে সফর করতে পারেন কোনও যাত্রী। এই বিশেষ অফারের আওতায় টিকিট বুক করতে হলে, গ্রাহককে 14 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে টিকিট বুক করতে হবে। সেই টিকিটের মেয়াদ থাকবে 25 জুলাই থেকে শুরু হয়ে 24 সেপ্টেম্বর পর্যন্ত। তবে সব টিকিট যে একই দামে পাওয়া যাচ্ছে এমনটা মোটেই না। এয়ারলাইন সংস্থাটির তরফে জানানো হয়েছে, গুয়াহাটি থেকে পাসিঘাট ও গুয়াহাটি থেকে রূপসী যাওয়ার রয়েছে 999 টাকা। গুয়াহাটি থেকে তেজু ও হায়দরাবাদ থেকে গন্ডিয়া যাওয়ার ভাড়া এই এয়ারলাইনে রয়েছে 1499 টাকা। ইন্দোর থেকে গন্ডিয়া যাওয়ার ও হায়দরাবাদ থেকে ঔরঙ্গাবাদ আসার ক্ষেত্রে বিমানের ভাড়া রয়েছে 1999 টাকা। আগরতলা থেকে ডিব্রুগড়ের ভাড়া রয়েছে 2499 টাকা, রূপসী থেকে কলকাতা, আগরতলা থেকে কলকাতা, গুয়াহাটি থেকে পাটনার উড়ানের ক্ষেত্রে এয়ারলাইনের ভাড়া রয়েছে 2999 টাকা। এয়ারলাইন্সের তরফে যাত্রীদের ঝঞ্জাট ছাড়াই পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয় বলে কোম্পানি দাবি করেছে। এয়ারলাইনের তরফে জানানো হয়েছে, কোনও একজন যাত্রী সর্বাদিক একটি হাত ব্যাগ ও একটি চেক ইন ব্যাগেজ রাখতে পারেন। হাতব্যাগের সর্বাধিক ওজন হতে পারে 7 কেজি। অন্যদিকে, চেক ইন ব্যাগেজের সর্বাধিক ওজন হতে পারে 15 কেজি। শুধু এই নয়, হাতব্যাগের আকার হতে হবে 115 সেমির মধ্যে। এয়ারলাইনটি জানাচ্ছে, কলকাতা থেকে রূপসী-র যে টিকিট ভাড়া রয়েছে 2999 সেই বিমানচি সপ্তাহের একদিন বাদে রোজই উড়ান নেয়। সোমবার বাদে মাত্র 2999 টাকায় গুয়াহাটি থেকে কলকাতা উড়ে আসা যায় মাত্র 2999 টাকাতেই। প্রসঙ্গত, উড়ানের দুনিয়ায় Flybig-কে বয়সে নিরিখে কিশলয় বলা যেতে পারে। মাত্র 2020 সালে পথচলা শুরু করেছে এই সংস্থা। এই এয়ারলাইনটি দেশের টায়ার-2 শহরগুলিকে কাছে আনার কাজ করছে। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন য়।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/TZuHxP8

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.