Breaking News

Wednesday, July 20, 2022

হাতের কাছেই Alarm Switch! প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা শিলিগুড়ি পুলিশের

কারোর ছেলে মেয়ে বাইরে থাকে। কারোর একাই কাটছে জীবন। অসুস্থ হয়ে পড়লেও অনেক সময় ক্ষমতা থাকে না একা হাসপাতাল নার্সিংহোম যাওয়ার। আবার রাতে কোনও বিপদ হলেও কিছু করার থাকে না। প্রবীণদের এই সমস্যা ভাবিয়ে তুলেছিল পুলিশকে। যে কারণে শহরে একা থাকা প্রবীণ নাগরিকদের জন্য এলার্ম সিস্টেমের () ব্যবস্থা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ()। শারীরিক অসুস্থতা বা বিপদকালীন সময়ে ফোন না করতে পারলে বিছানায় শুয়ে এক সুইচ টিপে প্রবীণরা বিপদের সঙ্কেত জানাতে পারবেন প্রতিবেশীদের। শহরের প্রবীণ নাগরিকদের জন্য ইতিমধ্যেই "সম্মানের বাড়ি" প্রকল্প শুরু করেছে। শিলিগুড়ির (Siliguri) উত্তরায়ণে (Uttarayan) সম্মানের বাড়িতে সময় কাটাতে পারেন প্রবীণ নাগরিকেরা। সেখানকার সদস্য হলে মেলে নানা সুযোগ সুবিধাও। কোনও সময় অসুবিধায় প্রবীণ সদস্যদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে নানা অসুবিধায় সহযোগিতা করে থাকেন পুলিশ কর্মীরা। সম্মান-এর বাড়ির সদস্যদের জন্য এই এলার্ম সিস্টেমের সূচনা করল শিলিগুড়ি পুলিশ। এবার থেকে এলার্ম সিস্টেম শুরু হওয়ায় প্রবীণ নাগরিকদের আরও সুবিধা হল মনে করছেন তাঁরা। সম্মানের বাড়ির সদস্যদের প্রত্যেকের বাড়ির ভেতরে একটি সুইচ থাকছে। এলার্মটি থাকবে বাড়ির বাইরে। ফলে কোনওসময়ে বিপদে কিংবা অসুবিধায় পড়লে সুইচ টিপলে বাইরে থাকা এলার্ম বেজে উঠবে। এতে করে প্রতিবেশীরা বুঝতে পারবেন যে অসুবিধায় আছেন সেই প্রবীণ সদস্যরা। এরপর পুলিশে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে সেখানে থানার পুলিশ কর্মীরা পৌঁছে যাবেন। ইতিমধ্যেই শহরের সম্মানের বাড়ির সদস্যদের বাড়িতে এই এলার্ম সিস্টেম বসানোর কাজ শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা। আগামীতে প্রত্যেক প্রবীণ সদস্যদের বাড়িতে যাতে এই এলার্ম সিস্টেমটি থাকে তার লক্ষ্য রয়েছে পুলিশ। পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, শহরে বহু প্রবীণ নাগরিকেরা একা থাকেন। তাঁদের যাতে কোনো অসুবিধা না হয় তা অবশ্যই আমাদের নজরে রাখা কর্তব্য। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এবং শহরের একটি বেসরকারি সংগঠনের সহযোগিতায় মাটিগাড়ায় উত্তরায়ন টাউনশিপে এই ‘সম্মানের বাড়ি’-টি বানানো হয়। সেখানে যেমন একদিকে টিভি, বসার ব্যবস্থা রয়েছে, তেমনই প্রাথমিক চিকিৎসা ও নানান ধরনের পুলিশ সহায়তার বন্দোবস্ত রাখা হয়েছে। শিলিগুড়ি পুলিশের তরফে ১৫ জনের একটি কমিটি বানানো হয়েছে। এই কমিটির সদস্যরাই নিয়মিত সম্মানের বাড়ির সদস্য ও সদস্যাদের সঙ্গে যোগাযোগ রাখেন।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/sk1GS0P

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.