
রানের পাহাড় গড়েও শেষরক্ষা হল না। অস্ট্রেলিয়ার কাছে টি২০ সিরিজের প্রথম ম্যাচেই হারতে হল ভারতকে। ৪ বল বাকি থাকতেরোহিত ব্রিগেডকে ৪ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। কাজে এল না অক্ষর প্যাটেলের দুরন্ত বোলিং। ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা, রান পাননি বিরাট কোহলিও। তাসত্ত্বেও ৩ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে বড় রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ভারত। হার্দিক পান্ডিয়ার দাপটে নির্ধারিত ২০ ওভারের ৬ উইকেটে তোলে ২০৮ রান। ২০৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ক্যামেরন গ্রিন। ডেভিড ওয়ার্নার না আসায় ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নামেন গ্রিন। ৩ ওভারে দুই অসি ওপেনার তোলেন ৩৮। চতুর্থ ওভারে অসিদের ঝড় থামিয়ে দেন অক্ষর প্যাটেল। তাঁর বল অফ সাইডে তুলে মারতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে আউট হন অ্যারন ফিঞ্চ। অধিনায়ক ফিরে গেলেও দমে যাননি ক্যামেরন গ্রিন। তিনি আক্রমণ চালিয়ে যান। ক্যামেরন গ্রিনের তান্ডবে ৯.২ ওভারে ১০০ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত গ্রিনের তান্ডব থামিয়ে দেন অক্ষর প্যাটেল। অক্ষরকে গ্যালারিতে পাঠাতে গিয়ে লং অনে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন গ্রিন। ৩০ বলে তিনি করেন ৬১। মারেন ৮টি ৪ ও ৪টি ৬। ক্যামেরন গ্রিন যখন আউট হন অস্ট্রেলিয়ার রান তখন ১০.১ ওভারে ১০৯। এর পরেই ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। গ্রিন আউট হওয়ার পরের ওভারেই স্টিভ স্মিথকে তুলে নেন উমেশ যাদব। ২৪ বলে ৩৫ রান করেন স্মিথ। ওভারের শেষ বলে গ্লেন ম্যাক্সওয়েলকেও (১) ফেরান উমেশ। ২ ওভার পরে জস ইংলিশকে (১৭) তুলে নেন অক্ষর। দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। চাপ থেকে দলকে বার করে নিয়ে আসেন ম্যাথু ওয়েড (২১ বলে অপরাজিত ৪৫), টিম ডেভিডরা (১৮)। ১৮ তম ওভারে হর্যাল প্যাটেলের বলে ২২ রান তুলে ম্যাচ জমিয়ে দেন এই দুই অসি ব্যাটার। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ২১১/৬ তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠান অ্যারন ফিঞ্চ। তৃতীয় ওভারেই ধাক্কা খায় ভারত। হ্যাজেলউডের বলে নাথান এলিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত (৯ বলে ১১)। ২ ওভার পরে ফিরে যান শেষ ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলি। পঞ্চম ওভারে নাথান এলিসের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৭ বলে ২ রান করেন তিনি। দুই সেরা ব্যাটার সাজঘরে ফিরে যাওয়ার পর হাল ধরেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। রাহুল একদিক ধরে রাখলেও অন্যদিকে ঝড় তোলেন সূর্যকুমার। এই জুটি ভারতকে ১০০ রানের গন্ডি পার করে দেয়। দ্বাদশ ওভারে হ্যাজেলউডের বলে নাথান এলিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহুল। ৩৫ বলে তিনি করেন ৫৫। ১ ওভার পরেই ফিরে যান সূর্যকুমার যাদব। ১৫ বলে তিনি করেন ৪৬। অক্ষর প্যাটেল রান পাননি। ৫ বলে ৬ রান করে তিনি নাথান এলিসের শিকার। ডেথ ওভারে তান্ডব চালান হার্দিক পান্ডিয়া। ৩০ বলে ৭১ রান করে তিনি অপরাজিত থাকেন। মারেন ৭টি ৪ ও ৫টি ৬। নাথান এলিস ৩০ রানে ৩ উইকেট নেন।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/O7IwxR6
No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.