Breaking News

Wednesday, September 21, 2022

কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়বেন না রাহুল? বাড়ছে জল্পনা

কে হবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি? রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ফের সভাপতি চেয়ে প্রস্তাব পাশ করেছে দশটি প্রদেশ কংগ্রেস কমিটি। যদিও কেরালায় ভারত জোড়ো যাত্রা নিয়ে ব্যস্ত রাহুল। কংগ্রেস সূত্রে খবর, দেশব্যাপী এই কর্মসূচি ছেড়ে এই মুহূর্তে দিল্লি যাওয়ার কোনও পরিকল্পনাও নেই প্রাক্তন কংগ্রেস সভাপতির। আর এই দাবি ঘিরেই ক্রমশ চড়ছে জল্পনার পারদ। সংবাদ মাধ্যমের দাবি , কংগ্রেস সভাপতি ভোটে নাও নড়তে পারেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) থেকে কোনও ব্রেক নেবেন না কংগ্রেস সাংসদ। আপাতত কেরালায় রয়েছেন তিনি। ২৯ সেপ্টেম্বর কর্নাটকে প্রবেশ করবে কংগ্রেসের পদযাত্রা। ৩০ সেপ্টেম্বর কংগ্রেস সভাপতি পদে মনোনয়নের শেষ দিন। তা হলে কি রাহুল দলের ভোটে লড়বেন না? মঙ্গলবারই গান্ধী পরিবার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা কেসি বেণুগোপালকে দিল্লি ডেকে পাঠান সোনিয়া গান্ধী (Sonia Gandhi )। রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রাতেই ছিলেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক বেণুগোপাল। কেরালার আলাপ্পুঝা থেকে সোজা দিল্লি গিয়ে সোনিয়ার সঙ্গে দেখা করেন তিনি। বৈঠকের পর কংগ্রেসের এই নেতা বলেন, কংগ্রেস সভাপতি পদে যে কেউই লড়তে পারেন। তবে, রাহুল ভোটে লড়বেন কিনা, সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। রাহুল গান্ধীকে সভাপতি চেয়ে মঙ্গলবার প্রস্তাব পাশ করেছে ঝাড়খণ্ড এবং হরিয়ানা কংগ্রেস। প্রশ্ন উঠছে দলের নেতাদের দাবি মেনে শেষ পর্যন্ত কি দিল্লি ফিরবেন রাহুল? কংগ্রেস সভাপতি ভোটে লড়বেন রাহুল? ভারত জোড়ো যাত্রার একেবারে শুরুতেই সভাপতি নির্বাচন নিজের অবস্থান নিয়ে মুখ খুলেছিলেন রাহুল গান্ধী। তিনি কংগ্রেস সভাপতি হচ্ছেন কিনা ভোট হলেই সেটা স্পষ্ট হবে। তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁর মনে আর কোনও দ্বিধা নেই। প্রায় দিন দশেক আগে রাহুলের মুখে এই কথা শুনে অনেকেই মনে করেছিলেন ভোটে লড়ার দরজা খোলা রাখছেন তিনি। সোমবার রাহুল গান্ধীর একটি ফেসবুক পোস্ট ঘিরেও জল্পনায় রং লাগে। কেরালায় নৌকা চালানোর একটি ছবি পোস্ট করে রাহুল লেখেন, ‘মাঝপথে যখন নৌকা আটকে যায়, তখন হাল ধরতেই হয়। না থেমে, মানা নত না করে ভারতকে এক করবেন বলেও ওই পোস্টে লেখেন কংগ্রেস সাংসদ। সোমবারই কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা শশী থারুকে () সভাপতি নির্বাচনে লড়তে সবুজ সংকেত দিয়েছেন সোনিয়া গান্ধী। শশীর বিরুদ্ধে গান্ধী পরিবারের কাছের নেতা হিসেবে পরিচিত অশোক গেহলটের (Ashok Gehlot) নাম নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। যিনিই ভোটে লড়়ুন না কেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব নিরপেক্ষ থাকবে বলে মঙ্গলবার জানিয়েছেন কেসি বেণুগোপাল। এখন দেখার শেষ পর্যন্ত ভোটে লড়েন কিনা।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/VxOTmqE

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.