Breaking News

Friday, October 25, 2019

দাঁত তুলে রোগীর মৃত্যু, একবছরের জন্য সাসপেন্ড ডাক্তার

এই সময় ডিজিটাল ডেস্ক: দাঁত তোলার পর ক্রমাগত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হওয়ায়, এক চিকিত্‍‌সক সাময়িক বরখাস্ত করে শাস্তি দিল যুক্তরাজ্যের মেডিক্যাল কাউন্সিল। তুষার পটেল নামে ওই ডেন্টিস্টকে 'আনফিট' ঘোষণা করা হয়েছে। শাস্তিস্বরূপ, আগামী এক বছর তিনি কোনওরকম প্র্যাক্টিস করতে পারবেন না। সূত্রের খবর, সেরির পুরলের কনফিডেনশিয়াল ক্লিনিকের দন্তচিকিত্‍‌সক তুষার পটেল। ২০১৭-য় এক রোগিনী তাঁর কাছে দাঁত তুলতে আসেন। একসপ্তাহের ব্যবধানে (১৩ ও ১৮ জুলাই) তিনি রোগীর ১০টি দাঁত তোলেন। তাঁর যে বিরল রক্তের অসুখ রয়েছে, সে বিষয়ে ওই রোগিনী ডাক্তারকে অবহিত করেছিলেন। তিনি এ-ও জানিয়েছিলেন, রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে, তাঁকে ওষুধ খেতে হয়, যাতে রক্ত তরল থাকে। রোগী রক্ততরলের ওষুধ খেলে, সেক্ষেত্রে দাঁত তোলা যায় না। কিংবা, দাঁত তোলার আগে-পরে কিছুদিন ওষুধ বন্ধ রাখতে হয়। এই রোগিনী বিরল অসুখে আক্রান্ত হওয়ায়, তাঁর ক্ষেত্রে ওই ওষুধ বন্ধ করা যেত না। সেক্ষেত্রে সুরক্ষামূলক পদক্ষেপ ছাড়া দাঁত তোলা সম্ভব ছিল না। কিন্তু, অভিযুক্ত ডেন্টিস্ট সেসব না ভেবেই ১০টি দাঁত তুলে দেন। যার জেরে ক্রমাগত রক্তক্ষরণে মৃত্যু হয় ওই রোগিনীর। জেনারেল ডেন্টাল কাউন্সিলের কাছে ওই রোগিনীর পরিবার ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানালে, গত সপ্তাহে শুনানি হয়। সেখানে পটেলকে রোগীর চিকিত্‍‌সা করার জন্য 'আনফিট' ঘোষণা করে কাউন্সিল। তাঁর যে গাফিলতি ছিল, কাউন্সিল তা মেনে নেয়। শাস্তিস্বরূপ কাউন্সিল তাঁকে এক বছরের জন্য সাসপেন্ড করে। এই সময়ের মধ্যে তাঁকে প্র্যাক্টিস বন্ধ রাখতে হবে।


from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/32Lo0My

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.