
ইরানে () দু'সপ্তাহ ধরে নিখোঁজ হিজাব বিরোধী আন্দোলকারী তরুণী। মেয়েকে অপরহণ করে ধর্ষণ করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই তরুণীর মা। মেয়ের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। ইরানি তরুণী আরমিতা আব্বাসির () মায়ের অভিযোগ IRGC (Islamic Revolutionary Guard Corps) তাঁর মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। ১৮ অক্টোবর শেষবারের মতো ইরানের ইমাম আলি কারাজ হাসপাতালে আরমিতাকে দেখা গিয়েছিল। সেই সময় তিনি যন্ত্রণায় কার্যত অচেতন ছিলেন। তবে, বাড়ির লোক হাসপাতালে পৌঁছনোর আগেই আরমিতাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কী হল ২১ বছরের তরুণী আরমিতার? কারা তাঁকে সরিয়ে নিয়ে গেল? আরমিতার খোঁজে তোলপাড় ইরানের সোশ্যাল মিডিয়া। নির্যাতনের শিকার আন্দোলনকারী আরমিতা? সপ্তাহ দুয়েক আগে আরমিতাকে গ্রেফতার করা হয়।ইমাম আলি কারাজ হাসপাতালে শেষবার দেখা মিলেছিল এই ইরানি তরুণীর। হাসপাতালের কর্মীরা জানাচ্ছেন অভ্যন্তরীণ রক্তক্ষরণে ভুগছিলেন আরমিতা। সম্ভবত তাঁকে ধর্ষণ করা হয় বলে তাঁদের অনুমান। আরমিতার ঘটনায় বন্দিদের সঙ্গে নিষ্ঠুর নির্যাতনের অভিযোগে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রতিবাদীরা। হিজাব বিরোধী আন্দোলনের কর্মীদের দাবি,১৮ তারিখের পর পরিবারের সদস্যরা আরমিতার কোনও খোঁজ পাননি। হাসপাতালের কর্মীরা আরমিতার পরিবারকে খবর দিয়েছিলেন। তবে তাঁরা পৌঁছনোর আগেই (Islamic Revolutionary Guard Corps)তাঁকে সেখান থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, আরমিতাকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি। হিজাব বিরোধী আন্দোলনের কর্মী আরমিতার বাড়িতে মোলোটভ ককটেল পাওয়া গিয়েছে বলে দাবি করেছে প্রশাসন। আরমিতাকে গ্রেফতারির পরে হজমের সমস্যার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করছে প্রশাসন। যা মানতে নারাজ আন্দোলনকারীরা। প্রশাসনের চাপে পরিবার ইরানে আন্দোলনকারীদের সমর্থনে থাকা মিডিয়ার দাবি অনুসারে আরমিতার পরিবারকে রীতিমতো হুমকি দিয়েছিল প্রশাসন। আরমিতার পরিবারের অভিযোগ ১৮ অগাস্ট সন্ধেয় তাঁদের কাছে একটি ফোন আসে। সিকিউরিটি অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান, আরমিতার পরিবার যদি মেয়েকে জীবিত দেখতে চান তাহলে একটি টেলিভিশন অনুষ্ঠানে তাঁদের যোগ দিতে হবে। অনুষ্ঠানে গিয়ে বলতে হবে, মেয়ের ব্লাড ডায়রিয়া হওয়ায় তাঁরাই হাসপাতালে নিয়ে গিয়েছেন। আরমিতার পরিবার এমন প্রস্তাবে রাজি হননি। হাসপাতালের কর্মীরাও তাঁদের কাছে ধর্ষণের অভিযোগের কথা জানিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই হন্যে হয়ে মেয়ের খোঁজ চালাচ্ছেন আরমিতার মা।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/sOPoSil
No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.