Breaking News

Tuesday, November 1, 2022

খোঁজ মিলল নানুরের নিখোঁজ তৃণমূল নেতার, খড়দায় কী করছিলেন বাবুলাল?

West Bengal News : বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নানুরের () বাবুবাল শেখ। রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়েছিল তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন ও চটি। এরপর ঘটনার তদন্তে নামে নানুর থানার পুলিশ। প্রায় ৭২ ঘণ্টা কেটে যাওয়ার পর অবশেষে খোঁজ মিলল তৃণমূল নেতার। খড়দা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধের দিকে তাঁকে সেখান থেকে উদ্ধার করে নানুরে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে কী ভাবে তিনি সেখানে পৌঁছলেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী হয়েছিল? পরিবার সূত্রে জানা গিয়েছিল, শুক্রবার বিকেল ৪টে নাগাদ বাড়িতে নানুরের বাসাপাড়া যাবেন বলে বেরিয়েছিলেন বাবুলাল। তারপর বাসাপাড়ায় এক বন্ধুর সঙ্গে দেখা করে পূর্ব বর্ধমানের নতুনহাটে যান তিনি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার পর থেকে নিখোঁজ হয়ে যান এই ব্যক্তি। ফোন কিনবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। এরপর রাত ৮টা নাগাদ নতুনহাট থেকে ফেরার পথে নানুরের বাসাপাড়ার সাঁতরা গ্রামের সাঁকোর কাছে রাস্তার ধারে তাঁর মোটর সাইকেল, মোবাইল ও চটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মোটর সাইকেলে বাজারের ব্যাগ ছিল বলে জানা গিয়েছে। আর সেই ব্যাগের মধ্যে থেকেই উদ্ধার করা হয়েছিল মোবাইল। সেটি অবশ্য বন্ধ অবস্থাতেই উদ্ধার করা হয়। এদিকে সেই তখন থেকেই আর বাবুলালের কোনও খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সন্ধে ৭টার পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনার ঘটার ফলে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তদন্ত শুরু করে পুলিশ এই ঘটনার পর প্রায় তিনদিন কেটে গিয়েছে। কিন্তু, তৃণমূল নেতার কোনও খোঁ পাওয়া না যাওয়ায় জোরদার তদন্ত শুরু করে পুলিশ। সোমবার নানুর লাভপুর ও কীর্ণাহার থানার ওসিদেরকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর নিখোঁজ তৃণমূল নেতার খোঁজে তল্লাশি চালানো হয় ড্রোন দিয়ে। নানুরের বাসাপাড়া থেকে নতুনহাট ব্রিজ পর্যন্ত ড্রোনের মাধ্যমে চলে তল্লাশি। পাশাপাশি স্থানীয় অজয় নদের পাড়গুলিতেও তল্লাশি চালানো হয়। অবশেষে সোমবার সন্ধের দিকে খোঁজ মিলল তাঁর। খড়দা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে বলেন, "উত্তর ২৪ পরগনা খড়দা থানার পানিহাটিতে বন্ধুর বাড়ি থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে তৃণমূল নেতাকে। স্বেচ্ছায় তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি তিনি নিজেই সাজিয়েছিলেন।"


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/aTDRHuP

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.