Breaking News

Tuesday, November 1, 2022

মঙ্গলবার আসছে দেশের প্রথম ডিজিটাল মুদ্রা, কী পরিকল্পনা RBI-এর?

RBI Digital Rupee: দেশে পাইকারি লেনদেনের জন্য চালু হচ্ছে ডিজিটাল মুদ্রা। 1 নভেম্বর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই মুদ্রা চালু করছে। তবে আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবে শুরু হচ্ছে দেশের প্রথম ডিজিটাল মুদ্রার পথচলা। এই প্রজেক্টে কাজ করবে মোট 9টি ব্যাঙ্ক। সেগুলি হল- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ব্যাঙ্ক অফ বরোদা (BoB), ইউনিয়ন ব্যাঙ্ক (Union Bank), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), ICICI ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, IDFC First Bank ও HSBC ব্যাঙ্ক। আপাতত প্রাথমিক ভাবে পাইকারি লেনদেনের জন্য ডিজিটাল মুদ্রা চালু করা হলেও বিশেষজ্ঞরা আশা করছেন, শীঘ্রই তা খুচরো বাজারের জন্যও চালু হবে। তবে সেক্ষেত্রেও তা চালু হবে পাইলট প্রজেক্ট হিসেবেই। এক্ষেত্রে একমাস বা তার বেশি সময় লাগতে পারে। মূলত সরকারি সিকিউরিটিজ সেটেলমেন্টের জন্য এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করা হবে। অর্থাৎ সরকারি বন্ডে কেনা-বেচার সেটেলমেন্টের ক্ষেত্রে এটি ব্যবহার করা হবে। অন্য ডিজিটাল মুদ্রা Vs প্রসঙ্গত, ক্রিপ্টোকারেন্সিতে যখন ক্রমেই বিনিয়োগ বাড়ছিল, তখন ক্রিপ্টোতে লাগাম পরায় কেন্দ্র। চাপানো হয় উচ্চ হারে শুল্ক। এরপরেই RBI ডিজিটাল মুদ্রা আনার ঘোষণা করে। বলা হয় কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল রুপি চালু করার ব্লুপ্রিন্ট তৈরি করছে। রিজার্ভ ব্যাঙ্কের ডিজিটাল রুপির বৈধতা রয়েছে। ক্রিপ্টো কারেন্সিতে যেমন দামের উত্থান, পতন ঘটে তেমন কোনও বিষয় ডিজিটাল রুপির ক্ষেত্রে নেই। ফিজিক্যাল নোটের সমস্ত বৈশিষ্ট্য ডিজিটাল মুদ্রাতেও থাকবে বলে জানিয়েছে RBI। আপাতত পাওয়া খবর অনুযায়ী, ডিজিটাল মুদ্রার জন্য আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে না। জানা যাচ্ছে, প্রথম লঞ্চের পর এটি ব্যাঙ্ক, বড় নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি এবং অন্যান্য বড় লেনদেন প্রতিষ্ঠান সহ বড় আর্থিক প্রতিষ্ঠানগুলি ব্যবহার করবে। খুচরো বাজারের জন্য এই ডিজিটাল কারেন্সি এলে প্রতিদিনের লেনদেনের জন্য সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারবে। প্রাথমিক ভাবে পাইলট প্রজেক্টে সব বয়সের মানুষকে নিয়েই পরীক্ষা করা হবে। পরে তাঁদের ফিডব্যাকের ভিত্তিতে কিছু পরিবর্তন আনা হতে পারে। ডিজিটাল পেমেন্টের সঙ্গে এর পার্থক্য কী? ডিজিটাল পেমেন্টের সঙ্গে ডিজিটাল রুপির পার্থক্য থাকবে। RBI কর্তৃক এই রুপি আনা হচ্ছে। ডিজিটাল রুপিতে ব্যাঙ্কের কোনও দায়িত্ব থাকছে না, দায়িত্ব থাকছে সরাসরি RBI-এর। পাশাপাশি ডিজিটাল রুপিতে কোনও ধরনের সুদ থাকবে না। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/lyXJYEA

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.