
কোভিড-বিধির কড়াকড়িতে নাভিশ্বাস চিনে। সোমবার হঠাৎ করে সাংহাইয়ের ডিজনি থিম পার্ক দর্শনার্থীদের জন্য বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। সেখানকার সব দর্শনার্থী ও কর্মীদের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাঁদের ডিজনিপার্কের বাইরে বের হওয়া এবং প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাংহাইয়ের গত কয়েকদিন কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডিজনিল্যান্ড বন্ধের সিদ্ধান্ত বলে জানানো হয়। সোমবার অর্থাৎ ৩১ অক্টোবর বিকেল থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে সাংহাই প্রশাসন জানিয়েছে। ভাইরাস মোকাবিলায় শপিং স্ট্রিট সহ আশপাশের এলাকাগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। সাংহাইয়ের প্রাদেশিক সরকার তাদের অফিসিয়াল সাইটে জানিয়েছ যে পার্কটিতে লোকদের প্রবেশ বা প্রস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না আসে, ততক্ষণ পার্কের বাইরে যেতে এবং ভিতরে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়। সাংহাই ডিজনি পার্কের একজন মুখপাত্র জানিয়েছে, বর্তমানে চিনা স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসারে সমস্ত ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে। কোভিড সংক্রমণ রুখতে কম কর্মী নিয়ে পার্কের কাজ চলছে বলে গত শনিবার জানিয়েছিলেন পার্ক কর্তৃপক্ষ। তবে, সাংহাইয়ের ডিজনিপার্ক বন্ধের নির্দেশ এই প্রথম নয়। গত বছর নভেম্বর মাসে তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। থিম পার্কে আসা এক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁর পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজেটিভ আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থিম পার্কটি বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এরপর পার্কটির সব দর্শনার্থীর করোনা পরীক্ষা করা হয়। সকলের রেজাল্ট নেগেটিভ আসায় সেবারের মতো রক্ষা পায় তাঁরা। এই বছরের শুরুতেই সাংহাইয়ে লকডাউনের সময় তিন মাসের জন্য বন্ধ ছিল থিম পার্কটি। এদিকে, গত ৩০ অক্টোবর সংহাইয়ে নতুন করে ১০ জন আক্রান্ত হন। এর মধ্যে বেশিরভাগ উপসর্গহীন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এদিকে গত টানা দু্ই দিন করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার গণ্ডি ছাড়িয়েছে। এরপেরই সংক্রমণ রুখতে একাধিক শহরে লকডাউনের কথা ঘোষণা করেছেন চিনা প্রশাসন। এদিকে, পার্কের দর্শনার্থীদের বাইরে বের হতে না পারার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। ভিডিয়োটি দেখা গেছে বহু দর্শনার্থী বের হওয়ার জন্য থিম পার্কের গেটের দিকে ছুটে আসতে। কিন্তু এসে দেখে বের হওয়ার মূল দরজাটি বন্ধ। পার্কের ভিতর কতজন দর্শনার্থী রয়েছে, তা কিন্তু সাংহাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/t0dKnhG
No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.